আরবি ভাষায় ফিরিশতার জন্য সাধারণত: মালাক শব্দ ব্যবহৃত হয়ে থাকে, যার অর্থ সংবাদ বাহক বা প্রতিনিধি। ফিরিশতা সৃষ্টির উদ্দেশ্য এই যে, তারা আল্লাহ তা’আলার বাণী বহন করে আনে এবং তাাঁর ইচ্ছা কে নিখিল বিশ্ব চরাচরে বাস্তবায়িত করে। কাজেই ফিরিশতারা হচ্ছে সেই নিয়ম এর এক অংশ, যার মাধ্যমে আল্লাহ তাঁর ইচ্ছা কে পার্থিব ও আধ্যাত্মিক উভয় জগতে কার্যকরী করে থাকেন।
আধ্যাত্মিক জগতের ফেরেশতাদের প্রভাব কোন মধ্যস্থতা ছাড়াই প্রত্যক্ষভাবে কার্যকরী হয়; তাই ফিরিশতাদের ওপর ঈমান না আনার অর্থ হবে মানুষের নিকট ঐশী জ্যোতি আসার পথ রুদ্ধ করে দেওয়া।