যুগের পর যুগ ধরে আহমদী মুসলমানদের উপর এত অত্যাচার কেন করা হচ্ছে? যারা অত্যাচার অতীতে করেছে এবং এখন করছে তাদের পরিণাম কী হয়েছে এবং হবে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াতে যে ঘটনাটি ঘটে গেল সে সম্বন্ধে বলুন এবং যারা অত্যাচার করেছে তাদেরকে সতর্ক করে বলছেন মাওলানা বশিরুর রহমান , প্রফেসর জামিয়া আহমেদিয়া বাংলাদেশ।